Posts

Showing posts with the label Glamour

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

এ সময়ে চুলের যত্নে

Image
এ সময়ে চুলের যত্নে রিফাত পারভীন Prothomalo     ঘরোয়া উপাদানের ব্যবহারেই সুন্দর হবে চুল। ছবি: নকশা করোনার সংক্রামণকালে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য সময় কাটছে নিজ ঘরেই। সাধারণ সময়ে সৌন্দযর্চচা কেন্দ্রে চুলের যত্ন নেওয়া হতো। নিয়মিত চুল কাটা কিংবা পরিচর্যার সেই সুযোগ এখন বন্ধ। কিছুটা দুশ্চিন্তায় বাড়ছে কি চুলপড়ায়ও? বাড়িতেই শুরু হয়ে যাক চুল সুন্দর রাখার চর্চা। সে ক্ষেত্রে ঘরোয়া উপাদানগুলোই যথেষ্ট। একবার ব্যবহারের পর ফেলে দেওয়া উপাদানগুলোও হতে পারে চুলের যত্নের জন্য উপকারী উপকরণ। এই সময়ে চুলের যত্নের উপকরণ হওয়া চাই সহজলভ্য, যা সহজেই ঘরে পাওয়া যাবে। যেহেতু এখন গরম ও বৃষ্টি দুইই দেখা যাচ্ছে তাই উপকরণগুলো বেছে নিতে হবে চুলের ধরন বুঝে। তৈলাক্ত, শুষ্ক ...

হৃদি হকের চলচ্চিত্রে পরীমনি

Image
হৃদি হকের চলচ্চিত্রে পরীমনি   গ্লিটজ প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম   Published: 03 Mar 2020 02:34 PM অভিনেত্রী-নির্মাতা হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’ চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি। ২০১৮-২০১৯ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন হৃদি; এতে বিন্তী নামে এক তরুণীর চরিত্রে নিজেকে তুলে ধরবেন পরীমনি। মঙ্গলবার থেকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রের প্রথম লটের দৃশ্যধারণ শুরু হয়েছে বলে গ্লিটজকে জানান নির্মাতা। দিন সাতেক আগে থেকেই ঠাকুরগাঁও শহরে তিনটি লোকশনে সেট নির্মাণ প্রক্রিয়া শুরু করেন ইউনিটের সদস্যরা; সোমবার থেকে শুটিং ইউনিটের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা। চলচ্চিত্রে ১৯৭১ সালের দুইটি পরিবারের গল্পে তুলে আনার প্রয়াস নিয়েছেন হৃদি হক।     পরীমনি ছাড়াও প্রথমদিনের দৃশ্যধারণে অংশ নিয়েছেন চলচ্চিত্রের বাকি অভিনয়শিল্পী শিল্পী সরকার অপু, আইরিন পারভীন লোপা, দীপ, রাসেল আলী, আসিফ চৌধুরীসহ আরও অনেকে। ...