Posts

Showing posts with the label Women's Day

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

বেগুনি রঙে আঁকা

Image
বেগুনি রঙে আঁকা Samakal  আসাদুজ্জামান মডেল: বেনজির ও ইশরাত বসন্তের কোনো এক বিকেল। ঝরা পালকের দিন শেষে সবুজের সমারোহ। সবুজঘেরা সরু পথে রমণীর বয়ে চলা। আকাশভরা বেগুনি শাড়ির ক্যানভাসে শতরঞ্জির কারুকাজ। মায়াময় সুদূরপ্রসারী এক প্রতিবাদী রূপরেখা। বাহারি রঙের খোলাচুলে ঢেউ তুলে দেয় বাসন্তী হাওয়া। কপোলের কালো তিলে আটকে যায় চোখ। বসন্তের ফোটা চিরযৌবন ফুল অকালে ঝরে পড়ে তোমার রূপের মায়ায়। নারীর অহঙ্কার যে শাড়ি তা আরও মোহনীয় হয়ে ওঠে তোমার শরীরে। এ যেন এক মাধুর্য পূর্ণ সূর্যস্নান।   বাঙালি নারীর সংস্কৃতিতে শাড়ি এক অপার সৌন্দর্যের নাম। নারী তার সৌন্দর্যের-বাঙালিয়ানার প্রকাশ সবই করতে পারে শাড়ির মাধ্যমে। চিরাচরিত বাঙালি জীবনের সঙ্গে শাড়ি ওতপ্রোতভাবে জড়িত। নারীর কাছে শাড়ি মানেই ভালো লাগার বিষয়। তবে শাড়ির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে শাড়ির রং। বাঙালির দিবস উদযাপনের বড় একটা অংশজুড়ে রয়েছে রঙের ভাবনা। অনেকে রংকে যোগাযোগের ভাষা হিসেবেও আখ্যায়িত করেন। ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এ বছর নারী দিবসের মূল প্রতিপাদ্য 'সবার জন্য সমতা' বা 'ইচ ফর ই...