Posts

Showing posts with the label interior

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

ছিমছাম ছোট বাসা

Image
ছিমছাম ছোট বাসা ঘরের সৌন্দর্যের সঙ্গে আয়তনের কিন্তু কোনও সম্বন্ধ নেই। ঘর যতই ছোট হোক, ঘর সাজানোর মুন্সিয়ানা থাকলে, দুই কামরার ফ্ল্যাটও হয়ে উঠতে পারে ঈর্ষার কারণ! এক্ষেত্রে ষোলআনা সফল হয়েছেন ইএম বাইপাসের অধিবাসি লোপামুদ্রা। তাঁর ছোট, ছিমছাম ফ্ল্যাটের বাহার দেখলে তারিফ করতেই হয়! Copyright : Sananda দু’কামরার ফ্ল্যাট। আয়তনে সাকুল্যে ১২০০ স্কোয়ার ফিট। আর তাই নিয়ে আপনাদের যত আক্ষেপ। ইস! আর ২০০ স্কোয়ার ফিট যদি থাকত, তা হলে একেবারে মনের মতো সাজাতাম। অথচ দেখুন অন্দরসাজের সঙ্গে আয়তনের প্রত্যক্ষ যোগাযোগ কিন্তু নেই। মানছি জায়গা বড় হলে দু’টো আসবাব বেশি রাখা যায়, কিন্তু ছোট জায়গা যে সুন্দর করে সাজানো যায় না, এ যুক্তি মানতে পারলাম না। বাড়ি সাজানোর মূল অস্ত্র তো আপনার হাতে। আর তা হল আপনার রুচিবোধ, ইচ্ছে আর প্র্যাগম্যাটিক চিন্তাভাবনা। ঠিক যেমনটা করেছেন লোপামুদ্রা। বাড়ি সাজানোর শখ ছোট থেকেই। আসলে সৃজনশীল মানুষ তো! গান ভালবাসেন, রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেন নিয়মিত। একটি বুটিকও আছে। ফলে নান্দনিকবোধ, পরিশীলিত রুচির অধিকারী লোপামুদ্রা। আর তার সঙ্গে সুন্দর করে থাকার ইচ্ছেটাও প্র...