Posts

Showing posts with the label Government

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

সরকারি ব্যাংকে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে

Image
সরকারি ব্যাংকে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে হামিদ পারভেজ : কিছু দিন পরেই শুরু হচ্ছে বেশ কয়েকটি সরকারি ব্যাংকে নিয়োগ পরীক্ষা। আশা করি সবাই পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত আছেন আর কিছুটা চিন্তায়ও আছেন যে কিভাবে প্রস্তুতি নিলে নিজের একটি স্বপ্ন বাস্তবায়ন হবে। আপনার সেই চেষ্টা আর সাফল্যলাভের মাঝে আমার কিছু কথায় যদি আপনার স্বপ্নটার বাস্তবায়ন সহজ হয় তাই আপনার পাশে দাড়ানোর চেষ্টা করছি মাত্র। শুরুতে আগের মতই বলে নেই আমি কোন বিশেষজ্ঞ নই। নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি। আমার আগের পোষ্টে প্রিলির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে লিখছি। যে কোন চাকরি পাওয়ার জন্য লিখিত পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাংকের ক্ষেত্রেও লিখিত পরীক্ষা চাকরি নির্ধারণ করে। লিখিত পরীক্ষায় ভাল করতে পারলে আর এভারেজ টাইপের একটা ভাইভা দিলে আপনার চাকরিটা অনেকটাই নিশ্চিত। তবে প্রিলি আর লিখিত একসাথে হলে প্রিলি পাস না করলে আপনার লিখিত খাতা দেখা হবেনা তাই প্রিলির দিকেও খেয়াল রাখবেন। এবার মূল কথায় আস...

পুকুর খনন শিখতে বিদেশ যাবেন ১০০ কর্মকর্তা

Image
পুকুর খনন শিখতে বিদেশ যাবেন ১০০ কর্মকর্তা মূল প্রকল্পে ছিল ২৪, সংশোধনীতে বেড়েছে ৭৬ জন * যৌক্তিক না হলে বিদেশ সফর বাতিল হবে-জাকির হোসেন আকন্দ হামিদ-উজ-জামান ০৪ মার্চ ২০২০, Jugantor x এবার পুকুর ও খাল উন্নয়ন শিখতে বিদেশ সফরে যাবেন ১০০ কর্মকর্তা। প্রশিক্ষণের নামে এ সফর বাবদ সরকারের ব্যয় হবে ৭ কোটি ৫০ লাখ টাকা। তবে অনুমোদিত মূল প্রকল্পে বিদেশে প্রশিক্ষণের জন্য ২৪ জনের কথা বলা ছিল। সেখানে ব্যয় নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৪৪ লাখ টাকা। এখন নতুন করে ৭৬ জন কর্মকর্তা যোগ করার প্রস্তাব দেয়ায় বাড়তি ৬ কোটি ৬ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া বাড়ছে পরামর্শকের সংখ্যা ও এ খাতের ব্যয়ও। সেইসঙ্গে নানা কারণে বাড়ছে প্রকল্পের মোট ব্যয়। ‘সারাদেশে পুকুর, খাল উন্নয়ন’ প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাবে উঠে এসেছে এসব তথ্য। আগামী ৮ মার্চ এই প্রস্তাবের ওপর অনুষ্ঠিত হবে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা। এতে সভাপতিত্ব করবেন কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মো. জাকির হোসেন আকন্দ। এর আগে ‘পুকুর পুনঃখনন ও ভূ-উপরিস্থ পানি উন্নয়...