Posts

Showing posts with the label Hair

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

ঋতু পরিবর্তনে চুলের যত্ন

Image
ঋতু পরিবর্তনে চুলের যত্ন লাইফস্টাইল ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মৌসুম পরিবর্তনের সময়টায় চুলের জন্য চাই বাড়তি যত্ন। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ঋতু পরিবর্তনের সময়ে চুলের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জানানো হল।  উন্নত কন্ডিশনার ব্যবহার: উন্নত কন্ডিশনার ব্যবহার চুলের রুক্ষতা ও মলিনভাব দূর করে। অত্যাবশ্যকীয় তেল সমৃদ্ধ চুলের মাস্ক চুলের আর্দ্রতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  মৃদু শ্যাম্পু: মৃদু বা ‘মাইল্ড’ শ্যাম্পু চুলের উপকার করে। শ্যামুতে কোনো ক্ষতিকারক উপাদান নেই যেমন- ‘এসএলএস’ মুক্ত শ্যাম্পু চুলের কোনো রকম ক্ষতি ছাড়া তা পরিষ্কার করে এবং প্রাকৃতি তেল বজায় থাকে। অতিরিক্ত তাপ প্রয়োগ না করা: চুলে যতটা সম্ভব কম তাপ প্রয়োগ করতে হবে। এটা চুলের ক্ষতি করে। ‘আর্গান তেল’ সিরাম হিসেবে ব্যবহার করে তাপীয় যন্ত্র ব্যবহার করা ভালো। এটা তাপ নিরোধক হিসেবে কাজ করে এবং ক্ষয় কমায়। নিয়মিত তেল ব্যবহার: মাথার ত্বক শুষ্ক হলে তেল নিয়মিত ব্যবহার করুন। চুলের গোড়ায় পুষ্টি জোগাতে সারা রাত...

সুস্থ চুলের জন্য অ্যালোভেরা

Image
সুস্থ চুলের জন্য অ্যালোভেরা লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রাকৃতিকভাবে চুল ও ত্বক সুন্দর রাখতে অ্যালো ভেরা ভালো কাজ করে। এটা সব ধরনের ত্বকের সঙ্গেই মানিয়ে যায়। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চুল সুন্দর রাখতে অ্যালো ভেরার ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জানানো হল।     - এটা রুক্ষ চুলে আর্দ্র ফেরাতে এবং রক্ষা করতে সহায়তা করে।   - মাথার ত্বকের চুলকানি এবং খুশকির সমস্যা থাকলে তা দূর করতে অ্যালো ভেরা সাহায্য করে। কারণ এতে আছে প্রদাহ নাশক উপাদান। - চুল পড়া কমায় অ্যালো ভেরা। - প্রতিদিনকার ‘লিভ-ইন ময়েশ্চারাইজার’ হিসেবে অ্যালো ভেরা ব্যবহার করা যায়। - চুলের বৃদ্ধিতে এটা সাহায্য করে। কারণ এতে আছে ভিটামিন সি যা সহজে শোষিত হয় ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে। - অ্যালো ভেরাতে থাকা ভিটামিন ই উন্মুক্ত রেডিকেল থেকে মাথার ত্বককে সুরক্ষিত রাখে। ব্যবহার পদ্ধতি অ্যালো ভেরা প্রাকৃতিক ‘হাইড্রোফিলিক’ অর্থাৎ আর্দ্রতা ধরে রাখার উপাদান সমৃদ্ধ। ফলে পানির সঙ্গে ম...

চকচকে জটহীন চুলের জন্য

Image
চকচকে জটহীন চুলের জন্য লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কোনো অনুষ্ঠানে ঝলমলে সিল্কি চুল নিয়ে যেতে চাইলে অনুসরণ করতে পারেন সহজ কয়েকটি ধাপ। ফোলানো ঢেউ খেলানো চুলের সৌন্দর্য একরকম। আবার লেপটে থাকা জটহীন ঝলমলে ‘স্ট্রেইট’ চুলের কারণে সজ্জায় নিয়ে আসে আলাদা শোভা। সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ঝটপট চুলে চকচকে ভাব আনার উপায় সম্পর্কে জানানো হল । - সঠিক শ্যাম্পু ব্যবহার করুন। যেসব শ্যাম্পু মসৃণ ও উজ্জ্বলতার জন্য বিশেষভাবে তৈরি সে ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারেন। - শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার ব্যবহার করুন। তারপর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল উপর থেকে নিচের দিকে আঁচড়ে নিন কয়েকবার। - চুল শুকাতে হাল্কাভাবে তোয়ালে দিয়ে ওপর থেকে নিচের দিকে মুছে নিন। মনে রাখতে হবে, চুল খুব বেশি জোরে ঘষে মোছা ঠিক নয়। চুলের কোঁকড়া-ভাব দূর করতে মিহি তন্তু বা ‘মাইক্রোফাইবার’ তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে নিন।                ...

হিজাবেও কোমল চুল পাওয়ার উপায় জেনে নিন!

Image
হিজাবেও কোমল চুল | Get Silky, Smooth And Soft Hair : For Hijabis হিজাব যেমন ইসলামে পর্দার একটা অংশ, তেমনি এটি নারীদের সৌন্দর্যও বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের চুলগুলো অধিক সময় ধরে হিজাব/স্কার্ফ এর নিচে থাকার ফলে অনেক সময় চুলে অনেক ধরণের সমস্যা দেখা দেয়। চুল পড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, খুশকি এবং চুলের গোড়া চটচটে হয়ে যাওয়াসহ নানা সমস্যা দেখা দেয়। তাই বলে তো আর হিজাব ছেড়ে দেওয়া যাবে না। এই জন্যে, আজ আমরা শেয়ার করবো কিভাবে "প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা ইনরিচড কোকোনাট হেয়ার অয়েল" এর সাহায্যে হিজাবে অভ্যস্ত নারীরা তাদের চুলের যত্ন নিতে পারবেন......। ফেব্রুয়ারী ২৫, ২০২০  copyright: shajgoj হিজাবেও কোমল চুল পাওয়ার উপায় জেনে নিন! কোমল চুল কে না চায়! কিন্তু সবসময় হিজাব পরে থাকার কারণে চুল যেন কিছুতেই কোমল হয় না? তবে আজকে আমাদের সবার প্রিয় ব্লগার “পারিজাদ” শেয়ার করবেন তার কোমল চুলের রহস্য। তাহলে দেড়ি না করে, চলুন দেখে নেই হিজাবেও কোমল চুল পাওয়ার রহস্য। ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম