Posts

Showing posts with the label Traveling

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

বালি ভ্রমণের ইতিবৃত্ত

Image
বালি ভ্রমণের ইতিবৃত্ত রাজিয়া সুলতানা   ০১ মার্চ ২০২০,    Article: P rothomalo/Nagorik-Sangbad           ইন্দোনেশিয়ার নুসা লেম্বগান আইসল্যান্ডে সমুদ্রের সৌন্দর্যে ভিড় জমান পর্যটকেরা। ছবি: লেখক কোথাও ঘুরতে গেলে মন সতেজ হয়। আর তাই ভ্রমণ ব্যাপারটা বরাবরই আমাকে টানে। প্রতিবছর বিবাহবার্ষিকী ঘিরে একটা ট্যুর প্ল্যান করে থাকি। গত ১৮ অক্টোবর আমাদের বিবাহবার্ষিকী ছিল। ঠিক করলাম এবারে আমরা ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ঘুরতে যাব। এবারের ট্যুরে ছিলাম চারজন, মেয়ে ও দেবর ছিল। বালিতে যাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো ভিসার ঝামেলা নেই। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল ভিসা। শুধু প্লেনের টিকিট কাটলেই হলো। বালিতে যাওয়ার জন্য মালিন্দো, থাই, সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ান এয়ারলাইনস ভালো। টিকিট যত আগে কাটা যাবে, দাম তত কম পড়বে। আমরা দেড় মাস আগে টিকিট কেটেছিলাম। বাংলাদেশ থেকে সরাসরি বালিতে কোনো ফ্লাইট ন...