Posts

Showing posts with the label home decor

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

কাঠের আসবাবের যত্ন

Image
কাঠের আসবাবের যত্ন   মীর মাইনুল ইসলাম   Magazine: Anannya   কাঠের আসবাবের যত্ন   কাঠের ফার্নিচারের ওপর সরাসরি গরম এবং ঠান্ডা কোনো দ্রব্য রাখলে দাগ পড়ে যেতে পারে, যা পরবর্তী সময়ে পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। কাঠের আসবাব বিশেষ করে টেবিলে কিছু রাখার জন্য ম্যাট ব্যবহার করুন। এতে আসবাবের টেকসই ক্ষমতাও বাড়ে। এমনকি কাঠের আসবাবের ওপর টেবিল ল্যাম্প রাখার সময় এর নিচে টেবিল ম্যাট ব্যবহার করুন।    অতিপ্রাচীনকাল থেকেই এদেশের মানুষের কাছে আসবাবপত্র বেশ গুরুত্বপূর্ণ এক জিনিস। সময়ের সাথে এর গুরুত্ব ও চাহিদা উভয়ই বেড়ে গিয়েছে। এক সময় কেবল কাঠের আসবাব থাকলেও, দেশের বাজারে এখন আছে নানারকম উপাদান দিয়ে তৈরি আসবাব। রট আয়রন, ফাইবার এ রকম নানাকিছুর ফার্নিচার তৈরি হচ্ছে এখন। তবু কমেনি বহু পুরনো সেই কাঠের ফার্নিচারের চাহিদা। বরং এখনও রয়ে গেছে আগের মতোই। কাঠের আসবাবের যত্ন নিয়ে ভাবতে হয় বিশেষভাবে।...

‘ওয়ারড্রব’ পরিকল্পনা

Image
‘ওয়ারড্রব’ পরিকল্পনা   তৃপ্তি গমেজ,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ‘ওয়ারড্রব’ পরিকল্পনা বলতে কেবল আলমারিতে কাপড় ভাঁজ করে রাখাকে বোঝায় না। এটা একটি সামগ্রিক বিষয়। ‘ওয়ারড্রব’ পরিকল্পনা ব্যক্তির অর্থনৈতিক অবস্থা, তার জীবনযাপনের ধরন, পছন্দ, বর্তমান আবহাওয়া ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে বলে জানান বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের 'বস্ত্র ও বয়নশিল্প' বিভাগের  সহকারী অধ্যাপক শাহমিনা রহমান। তিনি বলেন, “কোন ব্যক্তি কী ধরনের পোশাক পরবে তা নির্ভর করে তার অর্থনৈতিক অবস্থা, তার কাজের ধরন, রুচি ও আবহাওয়ার উপর। তাই ব্যক্তি ভেদে তার ‘ওয়ারড্রব' পরিকল্পনাও ভিন্ন হবে।” “চাকুরিজীবি, খেলোয়াড় অথবা যে স্কুল বা কলেজে যায় তাদের মধ্যে ওয়ারড্রব পরিকল্পনা অবশ্যই এক রকম হবে না। আবার শীতকালে যেমন হবে গরম বা বর্ষা ঋতুতে তার চেয়ে আলাদা হবে। তাই প্রত্যেকের নিজের অবস্থা ও সামর্থ্য বিবেচনা করে ওয়ারড্রব পরিকল্পনা করতে হবে।” ওয়ারড্রব পরিকল্পনায় কিছু বিষয় প্রভাব ফেলে বলে জানান তিনি। পোশাকের ধরন আপনার ওয়ারড্রব কী ধরনের পোশাক থাকবে, তার মান কে...

ছিমছাম ছোট বাসা

Image
ছিমছাম ছোট বাসা ঘরের সৌন্দর্যের সঙ্গে আয়তনের কিন্তু কোনও সম্বন্ধ নেই। ঘর যতই ছোট হোক, ঘর সাজানোর মুন্সিয়ানা থাকলে, দুই কামরার ফ্ল্যাটও হয়ে উঠতে পারে ঈর্ষার কারণ! এক্ষেত্রে ষোলআনা সফল হয়েছেন ইএম বাইপাসের অধিবাসি লোপামুদ্রা। তাঁর ছোট, ছিমছাম ফ্ল্যাটের বাহার দেখলে তারিফ করতেই হয়! Copyright : Sananda দু’কামরার ফ্ল্যাট। আয়তনে সাকুল্যে ১২০০ স্কোয়ার ফিট। আর তাই নিয়ে আপনাদের যত আক্ষেপ। ইস! আর ২০০ স্কোয়ার ফিট যদি থাকত, তা হলে একেবারে মনের মতো সাজাতাম। অথচ দেখুন অন্দরসাজের সঙ্গে আয়তনের প্রত্যক্ষ যোগাযোগ কিন্তু নেই। মানছি জায়গা বড় হলে দু’টো আসবাব বেশি রাখা যায়, কিন্তু ছোট জায়গা যে সুন্দর করে সাজানো যায় না, এ যুক্তি মানতে পারলাম না। বাড়ি সাজানোর মূল অস্ত্র তো আপনার হাতে। আর তা হল আপনার রুচিবোধ, ইচ্ছে আর প্র্যাগম্যাটিক চিন্তাভাবনা। ঠিক যেমনটা করেছেন লোপামুদ্রা। বাড়ি সাজানোর শখ ছোট থেকেই। আসলে সৃজনশীল মানুষ তো! গান ভালবাসেন, রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেন নিয়মিত। একটি বুটিকও আছে। ফলে নান্দনিকবোধ, পরিশীলিত রুচির অধিকারী লোপামুদ্রা। আর তার সঙ্গে সুন্দর করে থাকার ইচ্ছেটাও প্র...