Posts

Showing posts with the label BNP

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

মুক্ত হয়ে খালেদা জিয়া যা করতে পারবেন, যা পারবেন না

Image
মুক্ত হয়ে খালেদা জিয়া যা করতে পারবেন, যা পারবেন না যুগান্তর রিপোর্ট ২৫ মার্চ ২০২০ ফাইল ছবি   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুটি শর্তে ছয় মাসের জন্য মুক্তি দেয়া হচ্ছে। তার সাজা স্থগিত থাকায় অন্য বন্দির মত তিনি স্বাভাবিক চলাচলের সুযোগ পাবেন না। নিজ বাড়িতেই সীমাবদ্ধ থাকতে হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে। মঙ্গলবার বিকালে হঠাৎ করেই ডাকা এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই শর্তে তাকে মুক্তি দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়। খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না- এমন শর্তে তাকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘মন্ত্রণালয়ের মাধ্যমে আমার কাছে একটা দরখাস্ত করেছিলেন, খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়ার জন্য। সেখানে অবশ্য উনি বলেছিলেন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আবেদনটি করা হয়েছে। ‘এরপরে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার, তার বোন সেলিমা ইসলাম এবং তার বোনের স্বামী ...

ঢাবি ছাত্রদলের ১২টি হলের কমিটিতে আছেন যারা

Image
ঢাবি ছাত্রদলের ১২টি হলের কমিটিতে আছেন যারা   যুগান্তর রিপোর্ট ২২ মার্চ ২০২০, ১১:৫৯ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের ১২ টি হলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত নেতাদের আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমান উল্লাহ আমান এই কমিটির অনুমোদন দিয়েছেন। শনিবার মধ্যরাতে সংগঠনটির কেন্দ্রীয় সহদফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে আছেন- হাজী মুহম্মদ মুহসীন হলের সভাপতি ওমর ফারুক মামুন, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রাজা, সহ-সভাপতি কাওসার আহম্মেদ আশিক, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক নাছির উদ্দীন মঞ্জু, যুগ্ম সম্পাদক এসএম সাইফ, মিনহাজুল হক নয়ন, মাহবুব আলম মাহির, এসএম সাইফ কাদের রুবাব, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম। ফজলুল হক মুসলিম হলের সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান আসিফ, সহ-সভাপতি আবদুল মোতালেব হোসেন খান খোকন, স...

আরেকটি রাজনৈতিক সম্বল হারাচ্ছে বিএনপি!

Image
আরেকটি রাজনৈতিক সম্বল হারাচ্ছে বিএনপি! মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.) ১৫ মার্চ, ২০২০  kalerkantho সোমবার (৯ মার্চ) কালের কণ্ঠ’র প্রথম পৃষ্ঠায় একটি বড় শিরোনাম ছিল—‘খালেদার জামিন আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তথ্য দিতে দলের লুকোচুরি’। ১০ মার্চ আরেকটি বড় পত্রিকার খবর—‘খালেদা জিয়ার মুক্তি, দল পারছে না তাই পরিবারের চেষ্টা’। দুর্নীতি দমন কমিশনের মামলায় দুর্নীতির দায়ে হাইকোর্ট কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই বছর ধরে জেলে আছেন। দলের পক্ষ থেকে জামিনের জন্য বহু ছলে, বহুবার আইনি লড়াই করে হেরে গেছে। আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর বিএনপির আইনজীবী ও দলের পক্ষে যা বলা হয়, সেটি মামলায় হেরে যাওয়ার পর ছোট-বড় সব মানুষই বলে। অন্যায় ও দুর্নীতি করে নিজে স্বীকার করেছেন—এমন উদাহরণ বিশ্বে আছে কি না জানি না। খালেদা জিয়ার মামলা ও সাজা নিয়ে পাল্টাপাল্টি অনেক কথা মানুষ শুনেছে। আজ আমার লেখার উদ্দেশ্য সেটি নয়। বয়সজনিত কারণে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, জেল থেকে মুক্ত করা নিয়ে পরিবার ও দলের মধ্যে মতপার্থক্য এবং শেষমেশ পত্রিকার খবর অনুযায়ী দলের অজান্তে ও অসম্মতিতে ...