Posts

Showing posts with the label Football

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

তিনি নিজেই নিজেকে বললেন ‘সর্বকালের সেরা’

Image
তিনি নিজেই নিজেকে বললেন ‘সর্বকালের সেরা’ Prothom Alo    আপডেট: ২৫ মার্চ ২০২০     সর্বকালের সেরা ফুটবলার বেছে নিলেন পেলে। ছবি: টুইটার ক্রিস্টিয়ানো রোনালদোকে বর্তমানের সেরা ফুটবলার বলে মনে করেন পেলে। সর্বকালের সেরা হিসেবে তিনি বেছে নিয়েছেন নিজেকে এই বিতর্ক আজকের না। বলা যায় শুরু থেকেই এ বিতর্ক চলে আসছে। কে সর্বকালের সেরা ফুটবলার? আর এ বিতর্ক যখনই উঠেছে তখনকার সেরা ফুটবলার কে—সে প্রশ্নও জেগেছে। বহুল আলোচিত এ দুটি প্রশ্নের জবাব দিলেন পেলে। এমন নয় যে এই প্রথম, এর আগেও এ নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। সর্বকালের সেরা নিয়ে এ পুরোনো প্রশ্নের জবাবে পেলে অবশ্য নতুন কিছু বলেননি। তাঁর কাছে সর্বকালের সেরা তিনি নিজেই। তিনবার বিশ্বকাপজয়ী সাবেক এ ফরোয়ার্ড ইউটিউব চ্যানেল ‘পিলহাদো’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বর্তমানের সেরা ফুটবলার কে—এ প্রশ্নের জবাবে পেলে বলেন, ‘এখন বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। আমার কা...

নেইমার ‘পালিয়েছেন’

Image
করোনা থেকে বাঁচতে ‘পালিয়েছেন’ নেইমার খেলা ডেস্ক    Prothom Alo   আপডেট: ১৮ মার্চ ২০২০, ২২:৪১       প্যারিস ছেড়ে ব্রাজিলে উড়াল দিয়েছেন নেইমার। ছবি: রয়টার্স ফ্রান্সে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২০০ জনের কাছাকাছি। আক্রান্ত প্রায় আট হাজার। সে তুলনায় ব্রাজিলে করোনাভাইরাস এখনো তেমন ছোবল তুলতে পারেনি। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত পৌনে চার শ-র মতো মানুষ, মারা গেছেন একজন। প্রাণঘাতী করোনার ফণা তুলে ছড়িয়ে পড়ার এই সময়ে ফ্রান্সের চেয়ে ব্রাজিলই তো তুলনামূলক নিরাপদ! নেইমার সে হিসেবে একেবারে ঠিক কাজটিই করেছেন। করোনার দাপটে ফরাসি লিগ বন্ধ হয়ে আছে বেশ কদিন হলো, কবে আবার শুরু হবে তা শুধু ভবিষ্যৎই জানে। একে তো খেলা নেই, তারওপর গৃহবন্দী হয়ে কাটছে প্যারিসিয়ানদের দিনগুলো। এমন শঙ্কার সময়ে আর প্যারিসে থেকে কী করবেন, সোমবার নেইমার উড়াল দিয়েছেন ব্রাজিলের উদ্দেশে। ফরাসি...

কৌশলে মেসিকে লাথি মারতেন ব্রাজিলিয়ানরা

Image
কৌশলে মেসিকে লাথি মারতেন ব্রাজিলিয়ানরা খেলা ডেস্ক,  Prothom Alo আপডেট: ১৯ মার্চ ২০২০, ১০:০৯       ব্রাজিলের বিপক্ষে কড়া ট্যাকলের শিকার হতেন মেসি। ছবি: এএফপি লিওনেল মেসিকে আটকাতে তাঁকে লাথি মারতেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। এত দিন পর কথাটা জানালেন ব্রাজিলের হয়ে ২২ ম্যাচ খেলা মিডফিল্ডার ফিলিপ মেলো   ছন্দে থাকা লিওনেল মেসিকে আটকানো সম্ভব? এক দশকেরও বেশি সময় ধরে ঝুলছে এ প্রশ্ন। ডিফেন্ডাররা নানা পদের কৌশল বের করার চেষ্টা করছেন। খুব যে কাজ হচ্ছে তা নয়। তবে উপায় কিন্তু আছে, যদিও তা আইনসিদ্ধ নয়। লাথি! আটকাতে না পারলে কষে লাথি মেরে ছন্দ নষ্ট করো। মেসিকে আটকাতে ব্রাজিল একসময় এই পথেই হেঁটেছে, জানালেন ফিলিপ মেলো। ব্রাজিলের হয়ে ২০১০ বিশ্বকাপ খেলা মেলো আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। ইন্টার মিলান, জুভেন্টাস, গ্যালাতেসারাইয়ে খেলা মিডফিল্ডার ২০১০ সালে সর্বশেষ খেলেছেন দেশের জার্সিতে। এত দ...

বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টাইন তারকা করোনার কবলে

Image
বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টাইন তারকা করোনার কবলে খেলা ডেস্ক   আপডেট: ১৬ মার্চ ২০২০, ১১:৩৮     ফাইনালের পর দলের সঙ্গে এজেকিয়েল গ্যারায় (সবার পেছনে, দুই নম্বর জার্সি পরিহিত)। ছবি : এএফপি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার এজেকিয়েল গ্যারায়। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন তিনি এজেকিয়েল গ্যারায়ের কথা মনে পড়ে? ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার সেই দুর্দান্ত রক্ষণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই গ্যারায়। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পেছনে মেসি-মাচেরানো-রোমেরোর পাশাপাশি তাঁর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। সেই গ্যারায় আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। আক্রান্ত হয়েই নাম লিখিয়েছেন একটা অপ্রত্যাশিত ‘রেকর্ডে’—স্পেনে শীর্ষ পর্যায়ে খেলা ফুটবলারদের মধ্যে গ্যারায়ই প্রথম, যার মধ্যে সংক্রমিত হলো করোনাভাইরাস। স্প্যানিশ ক্লাব...

করোনাভাইরাস : ক্রিশ্চিয়ানো রোনালদো কোয়ারেন্টাইনে!

Image
করোনাভাইরাস : ক্রিশ্চিয়ানো রোনালদো কোয়ারেন্টাইনে! কালের কণ্ঠ অনলাইন  ১২ মার্চ, ২০২০ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ছাড়ছে না কাউকেই। তালিকায় এবার নাম উঠে এল পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার জুভেন্তাস সতীর্থ ডিফেন্ডার দানিয়েলে রুগানি করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন সিআরসেভেন। খবর ডেইলি মেইলের। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির অবস্থা ভয়াবহ। ১২ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে সেখানে। সিরি আ-র বর্তমান মৌসুম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। কাল রুগানির করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে তার ক্লাব জুভেন্টাস। এ বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৫২৪ জন। তার মাঝে ইতালিতেই ৮২৭ জন মৃত্যুবরণ করেছেন। ডেইলি মেইল জানিয়েছে, সতীর্থ কাল রুগানি করোনায় আক্রান্ত হওয়ায় পর্তুগালে নিজের বাড়িতে কোয়ারেন্টাইন হয়ে আছেন রোনালদো। গত রবিবার মিলানের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে রুগানি আর রোনালদো ড্রেসিংরুম শেয়ার করেছেন। যে কারণে রোনালদোর করোনা আক্রান্তের সম্ভাবনা বেড়ে গেছে। পর...

‘মেসি এখন শুধু মাঠে হেঁটে বেড়ায়’

Image
‘মেসি এখন শুধু মাঠে হেঁটে বেড়ায়’ খেলা ডেস্ক   Prothom Alo         সাম্প্রতিক সময়ের খেলায় সমালোচকদের মুখ বন্ধ করতে পারছেন না মেসি। ছবি: রয়টার্স মেসি আর নেই সে মেসি! অনেক দিন ধরেই ফুটবল বিশ্বে কথাটা শোনা যাচ্ছে। বিশেষ করে সর্বশেষ এল ক্লাসিকোতে তাঁর পারফরম্যান্স ভালো লাগেনি অনেকেরই। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে সেই ম্যাচে মেসির জাদুর ছিটেফোঁটাও ছিল না। বল হারিয়েছেন বারবার। দুটি দারুণ সুযোগ নষ্ট করেছেন। একবার তো মাঝমাঠ থেকে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের থ্রু ধরে রিয়ালের সব ডিফেন্ডারকে এড়িয়ে গোলমুখে ছুটেছিলেন মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড দৌড়েছেন বটে, কিন্তু তাতে গতি ছিল কম। অনেক পেছন থেকে এসেও রিয়াল লেফটব্যাক মার্সেলো মেসি শট নেওয়ার আগেই তাঁর পা থেকে বল কেড়ে নিয়েছেন। এরপর তো অনেকেই প্রশ্ন তুলেছেন, ৩২ বছর বয়সেই কি মেসি ফুরিয়ে গে...

আটক হলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

Image
জাল পাসপোর্ট নিয়ে আটক হলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো প্রকাশিত : ৫ মার্চ ২০২০,  Daily Janakantha অনলাইন ডেস্ক ॥ পাসপোর্ট জালিয়াতি করে প্যারাগুয়েতে ঢুকে পড়ায় আটক হলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। বুধবার ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকা এবং তার ভাইকে জাল পাসপোর্ট ও কাগজপত্রসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে প্যারাগুয়ের কয়েকটি গণমাধ্যম। প্যারাগুয়ের গণমাধ্যমের খবর অনুযায়ী, ব্রাজিলিয়ান সুপারস্টারের হোটেল রুমে তল্লাশি চালিয়ে জাল পাসপোর্ট ও অন্যান্য ভুয়া কাগজপত্র পেয়েছে দেশটির পুলিশ। প্যারাগুয়ের অভিবাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভুয়া কাগজপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে এসেছে, রোনালদিনহোর কাছ থেকে যে পাসপোর্ট পাওয়া গেছে তাতে তার নাম, জন্মস্থান এবং জন্মতারিখ-সব ঠিকই আছে। কেবল নাগরিকত্বের জায়গায় ব্রাজিলের বদলে প্যারাগুয়ে লিখে বদল করা হয়েছে। ২০১৮ সালের নবেম্বরে রোনালদিনহোর ব্রাজিলিয়ান পাসপোর্ট জব্দ করে সরকার। অনুমোদন না নিয়ে দেশটির লেক গুয়াইবাতে একটি চিনির কল বানানোয় তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। সেই জরিমানা দিতে না পারায় পাসপোর্ট জব্দ...

কীভাবে হারিয়ে গেল আবাহনী–মোহামেডান লড়াই

Image
কীভাবে হারিয়ে গেল আবাহনী–মোহামেডান লড়াই নাইর ইকবাল ০৪ মার্চ ২০২০, ০৯:০০ Prothom Alo   দর্শকভরা গ্যালারি, উত্তেজনায় থরো থরো। আবাহনী–মোহামেডানের সেই লড়াই হারিয়ে গেছে। ছবি: সংগৃহীত আবাহনী-মোহামেডানের লড়াই কীভাবে যেন হারিয়ে গেল এ দেশের মানুষের মানসপট থেকে! বাংলাদেশের ফুটবল নস্টালজিয়ায় ডুবে আছে বহু বছর ধরে। আহা, একসময় কী এক দ্বৈরথ ছিল দুই প্রধানের! আবাহনী-মোহামেডান লড়াই নিয়ে আজও চলে নিরন্তর নস্টালজিয়া। ফুটবলার, সংগঠকসহ এই অঙ্গনের সবাই অতীত স্মৃতি তুলে আনেন। একটা সময় দুই ভাগে ভাগ হয়ে যেত গোটা দেশ। বিকেল ৫টায় খেলা হলে বেলা ১১টাতেই ভরে যেত স্টেডিয়াম। দুই দলের পতাকায় ছেয়ে যেত গোটা শহর, দুই দলের সমর্থন নিয়ে মারামারি ছিল খুবই স্বাভাবিক ঘটনা। আজ তা কোথায় হারিয়ে গেল! এর উত্তর সবারই জানা। লোকে বলে, এখন বিনোদনের এত উপকরণ হাতের কাছে। তাই আর আবাহনী-মোহামেডান টানে না। বাংলাদেশের ফুটবল অনুরাগীরা ইউরোপের ফুটবল দেখেন নিয়মিত। কিন্তু কেন দেখেন? একটা উত্তর তৈরিই থাকে, ‘আরে ভাই, স্যাটেলাইটের যুগে যেখানে র...

রোনালদোকে যারা সেরা বলে তারা ফুটবলই বোঝে না

Image
‘রোনালদোকে যারা সেরা বলে তারা ফুটবলই বোঝে না’   প্রথম আলো খেলা ডেস্ক     আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৫   মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে তর্ক চলছেই ফুটবল বিশ্বে। ফাইল ছবি স্পেন থেকে ইতালিতে পাড়ি জমালেও মেসির সঙ্গে রোনালদোর সেরার দ্বৈরথে ছেদ পড়েনি। ডাচ কিংবদন্তি মার্কো ফন বাস্তেনের সেরা লিওনেল মেসি লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো—কে সেরা? এই সময়ের তারকা দুই ফুটবলারের শ্রেষ্ঠত্ব নিয়ে ফুটবল বিশ্বে তর্কবিতর্কের শেষ নেই। নিজের পছন্দের ফুটবলারটিকে সেরা প্রমাণ করতে কত কিছুই না বলেন একেকজন। সাবেক ডাচ তারকা মার্কো ফন বাস্তেন অত সব যুক্তিতর্কে যেতে চান না। তাঁর সেরা বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁকে সেরা বলতে গিয়ে রোনালদো-ভক্তদের একপ্রকার ‘হেয়’ই করেছেন ফন বাস্তেন। এসি মিলানের সাবেক তারকার কথা—রোনালদোকে যারা সেরা বলেন তারা ফুটবলই বোঝে না! লা লিগায় প্রায় এক দশক সরাসরি প্রতিদ্বন্দ্বী ছিলেন...