বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

করোনাভাইরাস : ক্রিশ্চিয়ানো রোনালদো কোয়ারেন্টাইনে!


করোনাভাইরাস : ক্রিশ্চিয়ানো রোনালদো কোয়ারেন্টাইনে!

কালের কণ্ঠ অনলাইন 
১২ মার্চ, ২০২০

করোনাভাইরাস : ক্রিশ্চিয়ানো রোনালদো কোয়ারেন্টাইনে!




বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ছাড়ছে না কাউকেই। তালিকায় এবার নাম উঠে এল পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার জুভেন্তাস সতীর্থ ডিফেন্ডার দানিয়েলে রুগানি করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন সিআরসেভেন। খবর ডেইলি মেইলের।









ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির অবস্থা ভয়াবহ। ১২ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে সেখানে। সিরি আ-র বর্তমান মৌসুম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। কাল রুগানির করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে তার ক্লাব জুভেন্টাস। এ বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৫২৪ জন। তার মাঝে ইতালিতেই ৮২৭ জন মৃত্যুবরণ করেছেন।










ডেইলি মেইল জানিয়েছে, সতীর্থ কাল রুগানি করোনায় আক্রান্ত হওয়ায় পর্তুগালে নিজের বাড়িতে কোয়ারেন্টাইন হয়ে আছেন রোনালদো। গত রবিবার মিলানের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে রুগানি আর রোনালদো ড্রেসিংরুম শেয়ার করেছেন। যে কারণে রোনালদোর করোনা আক্রান্তের সম্ভাবনা বেড়ে গেছে। পর্তুগিজ সুপারস্টারের মা  বর্তমানে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। এই দুই কারণে রোনালদো এখন ইতালিতে ফিরছেন না।


Comments

Popular posts from this blog

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

এইজলেস বিউটি A টু Z

ভালো খাবার–মন্দ খাবার চেনেন তো?