বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টাইন তারকা করোনার কবলে


বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টাইন তারকা করোনার কবলে

খেলা ডেস্ক
 
আপডেট: ১৬ মার্চ ২০২০, ১১:৩৮
ফাইনালের পর দলের সঙ্গে এজেকিয়েল গ্যারায় (সবার পেছনে, দুই নম্বর জার্সি পরিহিত)। ছবি : এএফপিফাইনালের পর দলের সঙ্গে এজেকিয়েল গ্যারায় (সবার পেছনে, দুই নম্বর জার্সি পরিহিত)। ছবি : এএফপি

করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার এজেকিয়েল গ্যারায়। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন তিনি

এজেকিয়েল গ্যারায়ের কথা মনে পড়ে?

২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার সেই দুর্দান্ত রক্ষণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই গ্যারায়। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পেছনে মেসি-মাচেরানো-রোমেরোর পাশাপাশি তাঁর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। সেই গ্যারায় আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। আক্রান্ত হয়েই নাম লিখিয়েছেন একটা অপ্রত্যাশিত ‘রেকর্ডে’—স্পেনে শীর্ষ পর্যায়ে খেলা ফুটবলারদের মধ্যে গ্যারায়ই প্রথম, যার মধ্যে সংক্রমিত হলো করোনাভাইরাস।

স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার রক্ষণভাগের অন্যতম অংশ এই গ্যারায়। স্বাভাবিকভাবেই, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে কোয়ারেন্টিনে রাখা হয়েছে গ্যারায়কে। ভ্যালেন্সিয়াও আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, ৩৩ বছর বয়সী এজেকিয়েল গ্যারায়সহ ক্লাবটির মোট পাঁচ ফুটবলার ও স্টাফের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। দলটির ফরাসি ডিফেন্ডার এলিয়াকুইম মাঙ্গালা ও স্প্যানিশ লেফটব্যাক হোসে লুইস গায়াও রয়েছেন এদের মধ্যে। তবে আক্রান্ত খেলোয়াড় ও স্টাফদের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে ক্লাবটি। তারা নিজ নিজ বাড়িতে ‘হোম কোয়ারেন্টিন’-এ অবস্থান করছেন এবং অন্যদের কাছ থেকে নিজেদের আলাদা করে রেখেছেন।

নিজের শরীরে এই মরণঘাতী ভাইরাসের সংক্রমণের বিষয়টা গ্যারায় নিজেও জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। তিনি লিখেছেন, ‘২০২০ সালের শুরুটা খুব বাজেভাবে হলো। আমার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। তবে এখন আমি খুব ভালো আছি। আমাকে অবশ্যই স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে এবং আলাদা থাকতে হবে।’

এর আগে রিয়াল মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর ক্লাবটির সব অনুশীলন বাতিল করে দেওয়া হয়। সেই সঙ্গে কোয়ারেন্টিনে রাখা হয় সব খেলোয়াড়কে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার লা লিগার ম্যাচ পরবর্তী দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

Comments

Popular posts from this blog

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

এইজলেস বিউটি A টু Z

ভালো খাবার–মন্দ খাবার চেনেন তো?