বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

পুরুষের প্রয়োজনীয় প্রসাধনী

পুরুষের প্রয়োজনীয় প্রসাধনী

সব সময় আলাদাভাবে তৈরি হয়ে যাওয়ার মতো সময় বা সুযোগ হাতে থাকে না। তাই নিজের কাছে কিছু প্রসাধনী রাখলে চটজলদি তৈরি হওয়া যায়।

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে পুরুষের তৈরি হওয়ার জন্য আনুষঙ্গিক কয়েকটি প্রসাধনীর নাম এখানে দেওয়া হল যা অফিসে হাতের কাছে রাখা সুবিধাজনক।

ফেইস ওয়াশ: অফিসে ত্বক পরিষ্কার করার সব চেয়ে ভালো উপায় হল ফেইস ওয়াশ ব্যবহার। ত্বক অনুযায়ী মৃদু ফেইস ওয়াশ বেছে নিন। প্রাকৃতিক উপাদানে তৈরি ফেইস ওয়াশ ত্বকের জন্য ভালো।

বিবি ক্রিম: ত্বকে কোনো সমস্যা যেমন- দাগ বা ব্রণ থাকলে তা তাৎক্ষণিকভাবে ঢাকতে বিবি ক্রিম ব্যবহার করা যায়। পুরুষের জন্য তৈরি বিবি ক্রিম ব্যবহারে ত্বকে রংয়ের অসামঞ্জস্যতা, দাগ, ছোপ বা রুক্ষতা ঢেকে ফেলা যায়।

ময়েশ্চারাইজার: ত্বক সবসময় আর্দ্র নাও থাকতে পারে। এমনকি তৈলাক্ত ত্বকও দেখায় মলিন। আর শীতকালে এই ধরনের সমস্যা বেশি হয়। তাই ত্বক আর্দ্র রাখতে চিটচিটে হয় না এমন ময়েশ্চারাইজার পণ্য হাতের কাছে রাখা যেতেই পারে।

লিপ বাম: ফাটা ঠোঁট কেবল চেহারার সৌন্দর্যই নষ্ট করে না বরং ব্যথাতেও ভোগায়। তাই শীতকালে নিজের কাছে উন্নত মানের লিপ বাম রাখুন, প্রয়োজনে ব্যবহার করবেন।

সুগন্ধি: অফিসে কাজের পরে কোনো অনুষ্ঠানে বা বেড়াতে গেলে সুগন্ধি ব্যবহারের কথা ভোলা যায় না। তাই সব সময় নিজের কাছে পছন্দের সুগন্ধি রাখুন।



Comments

Popular posts from this blog

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

এইজলেস বিউটি A টু Z

ভালো খাবার–মন্দ খাবার চেনেন তো?