বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

মোদির আগমনে ভারত-বাংলাদেশের সোনালি অধ্যায় সূচিত হবে: শ্রিংলা

মোদির আগমনে ভারত-বাংলাদেশের সোনালি অধ্যায় সূচিত হবে: শ্রিংলা

  যুগান্তর রিপোর্ট  ০২ মার্চ ২০২০, ১৫:৫১ |


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ছবি-সংগৃহীত
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে দুই দেশের সোনালি অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

সোমবার সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সভাকক্ষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দফতরে বৈঠক করেন শ্রিংলা।

সংবাদ সম্মেলনে শ্রিংলা বলেন, মোদির আগমনে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। দ্বিপক্ষীয় অনেক সমস্যা দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনার মাধ্যমে সমাধান করেছেন। আরও যে সমস্যাগুলো রয়েছে, তা দুই দেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে আলোচনা হবে এবং সমাধান হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন হলে সেটা আমরা আমাদের উন্নয়ন বলেই মনে করি। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির অংশীদার হতে পেরে আমরা গর্ববোধ করি।

দিল্লির সহিংসতার ঘটনার পর বাংলাদেশে আসার ক্ষেত্রে নরেন্দ্র মোদিকে বিরোধীপক্ষের প্রতিরোধের ঘোষণার বিষয়টি ভারত কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, বাংলাদেশ ভারতের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। এটা বাংলাদেশের মানুষ উদার দৃষ্টিকোণ থেকে দেখবেন বলে মনে করি। দিল্লির ঘটনা কোনো সাম্প্রদায়িক সহিংসতার সংঘর্ষ নয়। এর তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী দাশ ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

এইজলেস বিউটি A টু Z

ভালো খাবার–মন্দ খাবার চেনেন তো?