বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

‘কাজের জন্য সব করতে পারি’

‘কাজের জন্য সব করতে পারি’

বিনোদন ডেস্ক



নিজেকে কোন দিনই তারকার মতো মনে হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মন্তব্যই করেছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। নিজের শৈশবের অন্যরকম অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি। তারকাখচিত পরিবারের মেয়ে সারা। ছোট বেলা থেকেই মা ও বাবাকে অভিনয়ের সঙ্গে জড়িয়ে থাকতে দেখেছেন। কিন্তু কোনদিনই গ্ল্যামার ওয়ার্ল্ডের স্টারডাম কী তা বুঝে উঠতে পারেননি তিনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, আমার বাবা-মা দু’জনেই অভিনয়শিল্পী। কিন্তু আমার মনে হয় না যে আমি তারকাদের পরিবারে বড় হয়েছি।


আমার বাবা যেমন সব সময়ে পড়াশোনার বিষয় খুব গুরুত্ব দিয়েছেন। আর মা সব সময়ে বলেছেন, মাথা সব সময়ে নীচু রাখবে, কথা বলবে তোমার কাজ। এই জন্যই কোনদিনই বলিউডের তারকার সন্তান বলে নিজেকে মনে করতে পারেননি তিনি। সাইফ আলি খান ও অমৃতা সিং-এর মেয়ে সারা আরো বলছেন, আমি বলিউডের কাছাকাছি ছিলাম না। আমার মনেই হয় না যে আমি তারকা পরিবারের মানুষ। আমি নিজেকেও তারকা হিসেবে দেখি না।  আমি ছোটবেলায় খুব দুষ্টু ছাত্রী ছিলাম। সবার সঙ্গে নানা ধরনের প্র্যাঙ্ক করতাম। একবার মনে আছে স্কুলে  ফ্যানের ব্লেডে আঁঠা ফেলে দিয়েছিলাম। তার পরে ফ্যান চালানোর সঙ্গে সঙ্গেই সেই আঁঠা সবার গায়ে পড়েছিল। আমাকে প্রায় সাসপেন্ড করে দেয়া হচ্ছিল এই কা- ঘটানোর জন্য। আমার প্রিন্সিপাল জিজ্ঞাসা করেছিলেন আমি কেন এটা করেছি। কিন্তু আমার কাছে কোনো উত্তর ছিল না।  সারা আরো বলেন, আমার শৈশব স্বাভাবিকভাবেই কেটেছে। একটি বিষয় আমি পরিবার থেকে শিখেছি। সেটা হচ্ছে কাজকে গুরুত্ব দেয়া। তাই কাজের জন্য সব করতে পারি আমি। কারণ আমি নিজেকে পেশাগত অভিনেত্রী মনে করি। তার জন্য যা যা করার সব করবো সামনে।


Comments

Popular posts from this blog

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

এইজলেস বিউটি A টু Z

ভালো খাবার–মন্দ খাবার চেনেন তো?