বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ ছাদ টালাইয়ের হিসাব

 সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ ছাদ টালাইয়ের হিসাব।

প্রশ্নঃ- ধরে নিন আপনি একটা কোম্পানীতে সাইট ইঞ্জিনিয়ার পদে চাকরী করছেন। আগামীকাল সাইটে প্রথম স্লাব ঢালাই দিতে হবে। আপনার বস আপনার থেকে প্রয়োজনীয় সিমেন্ট, বালি, পাথরের খোয়ার সঠিক হিসাব চাইছেন। তখন আপনি হিসাবটা কিভাবে করে দিবেন। স্লাবের সাইজের পরিমাপ (150'-0"x120'-0" )

পুরুত্ব T= 7.5" স্লাব ঢালাইয়ের অনুপাত হবে (1:2:4).

মোট বীম আছে 4000'-0" যার সাইজ হবে 12"x24" স্লাবসহ। বালির FM এর পরিমান হবে 1/3 সিলেট বালি । এবং 2/3 লোকাল বালি। আর পাথরের মধ্যে 1/3 হবে 12mm পাথর, 2/3 হবে 20mm পাথর।

RCC ratio আপনি ডিজাইনের মধ্য দেখতে পাবেন।

এখানে।,

Estimate for RCC ratio (1:2:4)

ছাদের জন্য (For Slab) = (1x150'-0"x120'-0"x0'-7.5" ) = 11250.0 Cft.

বীমের জন্য (For Beam) = ( 1x4000'-0"x1'-0"x1'-4.5" ) = 5500 Cft.

Total Casting = 16750.00 Cft.

 

Materials Calculation.


Wet Volume = 16750.00 Cft.

Dry Volume. = 1.5x16750.00 = 25125.00 Cft.

সিমেন্ট (Cement) = {25125.0/(1+2+4)}x1 = 3589.28 cft.  @ 1.25 Cft Per Bag = 2871.42 Bag.

বালি (Sand) ={25125.0/(1+2+4)}x2 = 7178.57 Cft.

লোকাল বালি (Local Sand) = 2/3 of 7178.56 = 4785.71 Cft.

সিলেট বালি (Sylhet Sand) = 1/3 of 7178.56 = 2392.85 Cft.

পাথরের টুকরো (Stone Chips) = {25125.0/(1+2+4)}x4 = 14357.14 Cft

12mm Stone Chips = (1/3 x 14357.14) = 4785.71 Cft.

20mm Stone Chips = (2/3 x 14357.14) = 9571.42 Cft.

 

Comments

Popular posts from this blog

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

এইজলেস বিউটি A টু Z

ভালো খাবার–মন্দ খাবার চেনেন তো?