বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

নববধূকে বাসায় রেখে তামিমদের খেলা দেখতে মাঠে বর

নববধূকে বাসায় রেখে তামিমদের খেলা দেখতে মাঠে বর

  স্পোর্টস ডেস্ক ০৪ মার্চ ২০২০, ১৫:৪৩ |

যুগান্তর

বর

দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জিতলেন টাইগাররা। গোটা ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এটিই তাদের সর্বোচ্চ দলীয় স্কোর।

এ পথে একাধিক রেকর্ড গড়েন তামিম। খেলেন ১৫৮ রানের রাজসিক ইনিংস, যা কোনো বাংলাদেশির ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। একই সঙ্গে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওডিআই ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
জবাবে ড্যাশিং ওপেনারের রেকর্ড রাঙা ম্যাচটি প্রায় জিতেই যাচ্ছিল জিম্বাবুয়ে। তবে শেষ অবধি ৮ উইকেটে ৩১৮ রান তুলতে সক্ষম হন তারা। এমন উত্তেজনার রেণু ছড়ানো ম্যাচে অদ্ভুত ঘটনার সাক্ষী হন দর্শকরা।

বিয়ের অনুষ্ঠান থেকে সরাসরি খেলা দেখতে স্টেডিয়ামে ছুটে আসেন সিলেটের এক তরুণ। এ ঘটনা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন বিয়ের পোশাক পরে সিলেট স্টেডিয়ামে এসে হাজির হয় একদল দর্শক। তা দেখে হইচই পড়ে যায় গ্যালারিতে।

চাউর হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা সেরে কনেকে বাসায় রেখে ম্যাচ দেখতে স্টেডিয়ামে চলে আসেন সেই বর। ক্রিকেটের পাঁড় ভক্ত এ বরের নাম আলী হায়দার লাভলু। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী।

লাভলু প্রেম করে বিয়ে করেছেন সিলেটের বিশ্বনাথ উপজোলায়। অবশ্য তিনি একা নন। তার সঙ্গে আসেন পুরো বরযাত্রী। এমনকি স্ত্রীর ছোট ভাইও আসেন।

ক্রিকেট রসিক লাভলু বলেন, আমি ক্রিকেটের অন্ধ ভক্ত। এদিনই বিয়ে করেছি। তা করেই সরাসরি স্টেডিয়ামে চলে এসেছি। স্ত্রীকে বাসায় রেখে এসেছি। মাশরাফি, তামিম, মাহমুদউল্লাহর বড় ফ্যান আমি। সব মিলিয়ে বাংলাদেশ দলের কট্টর সমর্থক।
১১ বছর ধরে মার্কিন মুলুকে থাকেন লাভলু। ফ্লোরিডায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করেন মাঠে বসে। বিয়ের দিনও খেলা দেখার লোভ সামলাতে পারেননি তিনি।

তার ঘনিষ্ঠ আত্মীয় শামসুজ্জামান শিপন বলেন, বিয়ের জন্য দেশে এসেছেন লাভলু। তবে সবচেয়ে মজার বিষয় হলো– বিয়ের মঞ্চে থাকতেই একটু পর পর আমাকে ডাক দিচ্ছিলেন এবং খেলার আপডেট জিজ্ঞেস করছিলেন। কমিউনিটি সেন্টারে বিয়ের প্রাথমিক কাজ সম্পন্ন হওয়া মাত্রই নবপরিণীতা বাসায় রাখলেন। এর পর চটজলদি বিয়ের গাড়িতে করে স্টেডিয়ামে চলে এলেন খেলা দেখতে।

Comments

Popular posts from this blog

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

এইজলেস বিউটি A টু Z

ভালো খাবার–মন্দ খাবার চেনেন তো?