বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

লাল লিপস্টিক ব্যবহারের খুঁটিনাটি

লাল লিপস্টিক ব্যবহারের খুঁটিনাটি

লাল রংয়ের লিপস্টিকের ব্যবহার সম্পূর্ণ চেহারায় পরিবর্তন এনে দিতে পারে। তবে শর্ত একটাই, এর সঠিক ব্যবহার।

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে লাল লিপস্টিক ব্যবহারের কিছু কৌশল সম্পর্কে জানানো হল।

মুখ: মুখ পরিষ্কার করে ধুয়ে, টোনার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বক সতেজ করে নিন। মেইকআপের সুন্দর বেইজ তৈরি করতে প্রাইমার ব্যবহার করুন। এরপর ত্বকে ভেলভেট ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করুন। চোখ ও ত্বকের রংয়ের ভারসাম্য ঠিক রাখতে কন্সিলার ব্যবহার করুন। এরপর ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করে মেইকআপ সেট করে নিন।

চোখ: ত্বক উপযোগী শিমার যুক্ত রুপালি আইশ্যাডো চোখের কোণার ও চোখের পাপড়ির নিচের অংশে লাগান। চোখের শেষ প্রান্তে বাদামি শিমার যুক্ত শ্যাডো ব্যবহার করুন। কালো জেল লাইনার দিয়ে চোখ টেনে আঁকুন। এরপর চোখেরে পাপড়ির ঘনত্ব বাড়াতে মাস্কারা ব্যবহার করুন।   

ঠোঁট: ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে লিপ বাম ব্যবহার করুন। এরপর উজ্জ্বল লাল রংয়ের লিপ লাইনার দিয়ে ঠোট এঁকে নিন। একই রংয়ের লাল ক্রিম ম্যাট-ধর্মী লিপস্টিক লাগান। এটা ঠোঁটকে আকর্ষণীয় করে তুলে।

গাল: গাল কন্টুয়ার ও হাইলাইট করে মুখের আকার সুনির্দিষ্ট করে নিন। এরপর গালে গোলাপি রংয়ের ব্লাশ ব্যবহার করুন 
লাল লিপস্টিক ব্যবহার করতে হয় জায়গা বুঝে এবং এর সঙ্গে লালের কোন শেইড বা কোন ধরণ বেছে নেবেন সেটাও ঠিক করে নিতে হয়।

কর্মক্ষেত্রে: অফিসে চকচকে আইশ্যাডোর পরিবর্তে ম্যাট-ধর্মী শ্যাডো ব্যবহার করুন। আর গাঢ় লাল লিপস্টিক বেছে নিন।

বিয়ে বাড়িতে: উজ্জ্বল সোনালি শ্যাডো ও উইং লাইনার বা টেনে লাইনার ব্যবহার করুন এবং খানিকটা চকচকে লাল লিপস্টিক মাখুন।

বেড়াতে গেলে: রোজ গোল্ড হাইলাইটার ব্যবহার করুন। ন্যুড রংয়ের শিমার আই শ্যাডো ব্যবহার করুন।


ছবি: রয়টার্স।

Comments

Popular posts from this blog

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

এইজলেস বিউটি A টু Z

ভালো খাবার–মন্দ খাবার চেনেন তো?