বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

করোনায় ১০ কোটি আক্রান্ত ও পাঁচ লাখ মৃত্যুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, তথ্য ফাঁস

করোনায় ১০ কোটি আক্রান্ত ও পাঁচ লাখ মৃত্যুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, তথ্য ফাঁস

কালের কণ্ঠ অনলাইন   
৭ মার্চ, ২০২০



করোনায় ১০ কোটি আক্রান্ত ও পাঁচ লাখ মৃত্যুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, তথ্য ফাঁস

 
 
করোনাভাইরাসে নয় কোটি ৬০ লাখ মানুষ আক্রান্ত হওয়ার শঙ্কায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো। ফাঁস হওয়া একটি নথিতে দেখা যায়, ৪৮ লাখ মানুষকে হাসপাতালে ভর্তি করা হতে পারে এবং অন্তত চার লাখ ৮০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা যে পরিসংখ্যান দিচ্ছেন, তার তুলনায় অনেক ভয়াবহ হতে পারে করোনাভাইরাসের ফল। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্য অ্যামেরিকান হসপিটাল অ্যাসোসিয়েশন (এএইচএ) এ করোনাভাইরাস নিয়ে এক সেমিনারে করোনা সংক্রান্ত আলোচনায় সে তথ্য উল্লেখ করেন বিশেষজ্ঞরা।

এই তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে একেবারেই উড়িয়ে দিয়েছে। কারণ, ট্রাম্প বরাবরই বলে আসছেন, করোনাভাইরাসের দাপট ততটা মারাত্মক হবে না। অন্যান্য ফ্লু'র মতোই এটি বলে মন্তব্য করেছেন তিনি। কিন্তু চিকিৎসকদের এই করোনা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

যাদের হার্টের সামান্য সমস্যা রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের তুলনায় ১০ গুণ বেশি। এরই মধ্যে অবশ্য করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত ও চিকিৎসাসেবায় খরচের জন্য আট দশমিক তিন বিলিয়ন ডলারের তহবিলে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দু'শ ৭৮ জন আক্রান্ত হিসেবে শনাক্তের খবর পাওয়া গেছে এবং ১৫ জনের প্রাণহানি ঘটেছে।

Comments

Popular posts from this blog

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

এইজলেস বিউটি A টু Z

ভালো খাবার–মন্দ খাবার চেনেন তো?