বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

বয়স কম দেখানোর অভ্যাস

বয়স কম দেখানোর অভ্যাস

বয়স ধরে রাখতে স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম আবশ্যক। এসকল বিষয়ে সচেতন থাকলে তারুণ্য ধরে রাখা যায়।
জীবনযাপন-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে বয়সের ছাপ ধীর করার উপায় সম্পর্কে জানানো হল।

পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবার: খাদ্যাভ্যাস ত্বকের ওপর প্রভাব ফেলে। প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকা এবং যতটা সম্ভব পরিচ্ছন্ন খাবার খাওয়া উচিত। তাজা ফল, সবজি, বাদাম এবং বীজ অ্যান্টিঅক্সিডেন্ট যোগায় এবং কোষকলার মাত্রা বৃদ্ধি করে।

সানস্ক্রিন ব্যবহার: প্রতিদিন সানস্ক্রিন ব্যবহারের সঙ্গে কোনো সমঝোতা নয়। বাইরে যাওয়ার কমপক্ষে ১৫ মিনিট আগে সানস্ক্রিন মাখতে হবে।  

ত্বক আর্দ্র রাখা: ত্বক আর্দ্র মানে তা স্বাস্থ্যকর। দৈনিক পর্যাপ্ত পানি পান করুন এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক আর্দ্র থাকবে ও দেখতে স্বাস্থ্যকর লাগবে।

ধূমপান ও অ্যাল্কোহল থেকে বিরত থাকুন: সুন্দরভাবে বয়সটা ধরে রাখতে চাইলে বদ অভ্যাস থেকে নিজেকে বিরত রাখুন। ধূমপান ও অ্যাল্কোহল চেহারায় বয়সের ছাপ পড়ার অন্যতম কারণ।

ঘুম: ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে রাতে ভালো ঘুম জরুরি। ঘুমের সময় ত্বকের কোষকলা বৃদ্ধি পায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ে।


ছবির মডেল: জোজো। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান।  ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফিস্টুডিও।

Comments

Popular posts from this blog

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

এইজলেস বিউটি A টু Z

ভালো খাবার–মন্দ খাবার চেনেন তো?