বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

চোখের পাপড়ি বড় দেখানোর উপায়

চোখের পাপড়ি বড় দেখানোর উপায়

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চোখের পাপড়ি বড় দেখানোর কয়েকটি  উপায় সম্পর্কে জানানো হল।

‘কার্ল’ করা: চোখের পাপড়িতে যে কোনো প্রসাধনী ব্যবহারের আগে তা কার্লারের সাহায্যে বাঁকিয়ে নিন। এতে প্রাকৃতিকভাবেই চোখের পাপাড়ি বড় মনে হবে। চাইলে, ব্লো ড্রায়ারের সাহায্যে ৫ থেকে ১০ সেকেন্ড কার্লার গরম করে ব্যবহার করতে পারেন, এতে কাজ দ্রুত হবে। তবে খেয়াল রাখতে হবে যেন তা খুব বেশি গরম না হয়।

আইলাইনার ব্যবহার: আপাত দৃষ্টিতে চোখের পাপড়ি ঘন দেখাতে চাইলে পাপড়ির ওপরের অংশ বরাবর পাতলা করে আইলাইনার দিয়ে রেখা টেনে নিন, দেখতে সুন্দর লাগবে। 

কাজল ব্যবহার: চোখের পাপড়ি ঘন দেখানোর আরেকটা উপায় হল উপরের পাতার ‘ওয়াটার লাইন’য়ে কাজল ব্যবহার করা। এতে পাপড়ির গোড়ার অংশ অপেক্ষাকৃত বেশি গাঢ় লাগে ফলে দেখতে ঘন মনে হয়।

কয়েক পরত মাস্কারা ব্যবহার: চোখের পাপড়ি বড় ও ঘন দেখাতে চাইলে কয়েকবার মাস্কারা ব্যবহার করুন। পাপড়ি লম্বা ও ঘন দেখানোর জন্য আলাদা আলাদা মাস্কারাও ব্যবহার করতে পারেন।

বেবি পাউডার ব্যবহার: চোখের পাপড়ি ঘন দেখাতে চাইলে শ্যাডো ব্রাশের সাহায্যে চোখের পাপড়িতে বেবি পাউডার লাগান। পাউডার আটকে গেলে তার উপরে মাস্কারা ব্যবহার করুন, এতে পাপড়ি দেখতে ঘন ও বড় লাগবে।

Comments

Popular posts from this blog

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

এইজলেস বিউটি A টু Z

ভালো খাবার–মন্দ খাবার চেনেন তো?