বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

করোনার দিনে তারাদের ইনস্টাগ্রাম

করোনার দিনে তারাদের ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক
প্রথম আলো
আপডেট: ২৯ মার্চ ২০২০


এমনিতেই ইনস্টাগ্রামকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ভাবা হচ্ছে। বিশেষ করে তারকাদের জন্য তো বটেই। তাঁরা ছবি, ভিডিও দিয়ে ভক্তদের প্রতিনিয়ত খবরাখবর জানাতে থাকেন। ভক্তরাও এসব দেখে, জেনে আপ্লুত হয়। ইনস্টাগ্রামের জন্য তাঁরা আলাদা করে ফটোশুট করেন। এটি তাঁদের আয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আর করোনার দিনে সবাই যখন হোম কোয়ারেন্টিনে, এমন সময় সবচেয়ে জমজমাট ইনস্টা নামের গ্রাম। সেখান থেকেই কয়েকটি ছবি নিয়ে এ আয়োজন।
বাড়িতেই আছেন দিশা। ছবি তুলছেন। ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে দিচ্ছেন।বাড়িতেই আছেন দিশা। ছবি তুলছেন। ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে দিচ্ছেন।ঘরে, তো কী? ব্যায়াম করতে ভুল হয় না কারিনা কাপুরের। তিনি বেড়াতে গিয়েও ব্যায়াম করেন।ঘরে, তো কী? ব্যায়াম করতে ভুল হয় না কারিনা কাপুরের। তিনি বেড়াতে গিয়েও ব্যায়াম করেন।রাভিনা ট্যান্ডন বলেছেন, লকডাউনের প্রভাব পড়েছে তাঁর চুলে। তাই এই অবস্থা!রাভিনা ট্যান্ডন বলেছেন, লকডাউনের প্রভাব পড়েছে তাঁর চুলে। তাই এই অবস্থা!এই ছবি পোস্ট করে ঋতুপর্ণা বলেছেন, (করোনার প্রভাবে) প্রকৃতি ধীরে ধীরে সুস্থ হচ্ছে।এই ছবি পোস্ট করে ঋতুপর্ণা বলেছেন, (করোনার প্রভাবে) প্রকৃতি ধীরে ধীরে সুস্থ হচ্ছে।আজ ২০ দিন হচ্ছে ঘরে আছেন শেহতাজ মুনিরা হাশেম। তাই নিজেকে পাগল পাগল লাগছে তাঁর।আজ ২০ দিন হচ্ছে ঘরে আছেন শেহতাজ মুনিরা হাশেম। তাই নিজেকে পাগল পাগল লাগছে তাঁর।১৮তম দিনের মতো ঘরে আছেন প্রীতি জিনতা। পাগলপ্রায় অবস্থা তাঁরও। এই ছবি পোস্ট করে জানিয়েছেন, তাঁর মা ব্রুনোকে সামাজিক দূরত্ব বোঝাচ্ছেন।১৮তম দিনের মতো ঘরে আছেন প্রীতি জিনতা। পাগলপ্রায় অবস্থা তাঁরও। এই ছবি পোস্ট করে জানিয়েছেন, তাঁর মা ব্রুনোকে সামাজিক দূরত্ব বোঝাচ্ছেন।সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘কুকুর করোনা ছড়ায় না। তাই আসুন, আমরা একসঙ্গে থাকি।’সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘কুকুর করোনা ছড়ায় না। তাই আসুন, আমরা একসঙ্গে থাকি।’ভোগ ইন্ডিয়ার শুটিং বন্ধ। পুরোনো এই ছবি পোস্ট করে সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে।ভোগ ইন্ডিয়ার শুটিং বন্ধ। পুরোনো এই ছবি পোস্ট করে সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে।আজ ২৯ মার্চ সিয়াম আহমেদের জন্মদিন। আর সিয়াম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’–এর শুটিংয়ে। সেখানেই ‘রাতুল বাহিনী’ এভাবে জন্মদিনের শুভকামনা জানিয়েছে।আজ ২৯ মার্চ সিয়াম আহমেদের জন্মদিন। আর সিয়াম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’–এর শুটিংয়ে। সেখানেই ‘রাতুল বাহিনী’ এভাবে জন্মদিনের শুভকামনা জানিয়েছে।ডুয়া লিপার রোববারের ফটোশুট।ডুয়া লিপার রোববারের ফটোশুট।

Comments

Popular posts from this blog

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

ভালো খাবার–মন্দ খাবার চেনেন তো?

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা