বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

শেইভিং’য়ে করণীয়

শেইভিং’য়ে করণীয়

রূপসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মসৃণ শেইভ পাওয়ার উপায় সম্পর্কে জানানো হল।

এক্সফলিয়েট করা: শেইভ করার আগে ত্বক এক্সফলিয়েট করে নিতে হবে। এতে ত্বকের লোমকূপ উন্মুক্ত হয় এবং মৃত কোষ দূর হয়। তাই মসৃণ শেইভ চাইলে এবং জ্বালাভাব কমাতে শেইভের আগে মৃদু স্ক্রাবার দিয়ে ত্বক এক্সফলিয়েট করা ‍উচিত।

গোসলের সময় শেইভ করা: গোসলের সময় ত্বক ভেজা থাকে। ফলে ত্বক ও লোম কোমল থাকে। তাই এই সময় শেইভ করায় ঝামেলা কম।

প্রস্তুতি: শেইভ করার আগে ত্বকে সাবানের পরিবর্তে শেইভিং ক্রিম বা ফোম ব্যবহার করা উচিত। এটা ত্বক আর্দ্র রাখে এবং ত্বকের জ্বালা-ভাব কমায়।

অতিরিক্ত চাপ না দেওয়া: যদি মনে করেন বাড়তি চাপ দিলে গভীর থেকে লোম  কাটা যাবে তবে তা ভুল ধারণা। এতে বরং ত্বকে জ্বালাপোড়াভাব বাড়ে। অসমান শেইভ হয় এবং ব্যথা বেশি লাগে।

পুরুষের রেইজর নয়: পুরুষের জন্য নকশা করা রেইজর মোটা ও ঘন দাড়ি কাটার উপযোগী। তাই নারীদের উপযোগী রেইজর ব্যবহার করতে হবে। এতে লোমের বৃদ্ধি স্বাভাবিক থাকবে।

সানস্ক্রিন ব্যবহার: শেইভের পরে ত্বক সংবেদনশীল হয়ে পড়ে। তাই সূর্যের আলোতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে। বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

Comments

Popular posts from this blog

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

এইজলেস বিউটি A টু Z

ভালো খাবার–মন্দ খাবার চেনেন তো?